ঢাকা, ০৪ এপ্রিল শুক্রবার, ২০২৫ || ২১ চৈত্র ১৪৩১
good-food
৩৩৭

শুক্রবার থেকে ঈদে লঞ্চের আগাম টিকিট 

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫১ ২৩ জুলাই ২০২০  

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লঞ্চের আগাম টিকিট আগামী শুক্রবার থেকে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন অধিদফতর (বিআইডব্লিউটিএ)।

এক ভার্চুয়াল সভায় বুধবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রা নিশ্চিত করতে ৮টি সিদ্ধান্ত গৃহীত হয়। বিআইডব্লিউটিএ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সভায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, ঈদযাত্রা মনিটরিংয়ে বিআইডব্লিউটিএর নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক খোলা থাকবে। আগামী শুক্রবার থেকে লঞ্চের আগাম টিকিট বিক্রির ব্যবস্থা করা হবে।